বিনোদন
রাজনাথ সিংয়ের কাছে আশীর্বাদ নিতে কঙ্গনা রানাওয়াত ও টীম ‘তেজাস’।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: কঙ্গনা রানাওয়াত তাঁর আগামী ছবি ‘তেজাস’ -এর টীম নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে রবিবার সাক্ষাত করেন। তিনি এই সভার ছবি টুইটারে শেয়ার করে বলেছেন যে তারা ছবিটির জন্য তাঁর আশীর্বাদ চেয়েছিলেন। তেজাস ছবিতে তিনি ভারতীয় বিমানবাহিনীর একজন পাইলটের চরিত্রে অভিনয় করেছেন।নিজের টুইটে কঙ্গনা আরও বলেছেন, ‘আমরা আমাদের ছবি তেজাসের চিত্রনাট্যটি ভারতীয় বিমানবাহিনীর সাথে ভাগ করে নিয়েছি এবং কিছুটা অনুমতি চেয়েছি। শেষে তিনি লিখেছেন, “জয় হিন্দ,”।