জয়া বচ্চনের রাজ্যসভায় বক্তব্য রাখার পর কন্যা স্বেতার ভিডিও ভাইরাল।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বলিউডের মাদক যোগ নিয়ে সোমবার লোকসভায় সরব হন বিজেপি সাংসদ রবি কিষেণ। তার প্রত্যুত্তরে মঙ্গলবার রাজ্যসভায় নাম না করে কঙ্কনা রানওয়াত ও রবি কিষানকে একহাত নেন জয়া বচ্চন। তিনি বলেন, ‘এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।’ রাজ্যসভায় সাংসদ জয়া বচ্চনের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে শুরু হয়ে যায় একে অপরকে টুইট করা। কার্যত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে আস্তে থাকে বলিউডের কেচ্ছা। জয়া বচ্চনের রাজ্যসভায় বক্তব্য রাখার পর হটাৎ করে একটি পুরানো ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটি প্রকাশ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, অমিতাভ-জয়া কন্যা স্বেতা বচ্চন অপ্রকৃতিস্থ ছিলেন, যদিও নিউস বেঙ্গল 365 এই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখে নি।