বিনোদন
রাজ-শুভশ্রীর ছবিতে শুভেচ্ছার বন্যা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: আর কয়েকদিন পরই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। ইতিমধ্যে এই খবরে খুশির হাওযা রাজ-শুভশ্রী ফ্যানেদের। এরই মধ্যে বেবী বাম্প সহ নিজের ছবি পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলী। আর তা নিয়েই তোলপাড় নেটদুনিয়া। অভিনন্দনের বন্যা নেট দুনিয়ায়। তবে এই আনন্দের মধ্যেও অনেকটাই ঝড় বয়ে গিয়েছে চক্রবর্তীর পরিবারে। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজের বাবা। পজিটিভ হয়েছিলেন রাজ নিজেও। তবে নেগেটিভ ছিল শুভশ্রী ও রাজের মা। ঝড় সামলে কাজ শুরু করলেন দুজনেই। রাজ চক্রবর্তী শুরু করলেন বিজ্ঞাপনের কাজ। মডেল অবশ্যই শুভশ্রী। তারই শুটিং এর যাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট করলেন হবু বাবা রাজ। আর ইনবক্স উপচে পড়ল শুভেচ্ছায়।