বিনোদন
জন্মদিনে নিজের একটি সুন্দর ছবি দিয়ে টুইট করলেন আশাতাই।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- মঙ্গলবার মেলডি কুইন আশা ভোসলে 88 বছরে পা দিলেন। মজার ছলে টুইট করে জানালেন, ‘আমি 87 বছর পার করে 88 বছরে পা দিলাম, কিন্তু মনে হচ্ছে 40সেই আছি। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘আমি আশা করবো, প্রত্যেকেই আমার মতো ইতিবাচক চিন্তা ভাবনা করবেন। হাসি খুশিতে থাকুন এবং আমি সবাইকে বলছি আপনাদের আশেপাশে সবসময় ইতিবাচক লোকজনদের রাখুন। আনন্দ ছড়িয়ে দিন’। পরিশেষে তিনি তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।