নিউজ বেঙ্গল ৩৬৫,কলকাতা: বাংলা টিভি সিরিয়ালে বর্তমানে কৃষ্ণকলির টিআরপি একনম্বরে। 2018 সালের 18 ই জুন শুরু হওয়া এই সিরিয়ালটি গল্পের শক্ত বুনোনিতে খুব অল্প সময়ই বাঙালির ড্রয়ইংরূমে জায়গা করে নেয়। কাহিনীর মজবুত কাঠামো আর অভিনেতা অভিনেত্রীদের প্রাণবন্ত অভিনয় অচিরেই দর্শকদের হৃদয়ে স্থান পায়। সব চলছিল ঠিকঠাক। গতবছরের প্রায় সবকটি পুরস্কার ছিল কৃষ্ণকলি পরিবারের। কিন্তু ছন্দের তাল বোধহয় কাটলো এবার !মঙ্গলবারের এপিসোডে মেজদা অশোক, কয়েক মিনিটের মধ্যে প্রস্থেটিক মেকআপ করে নিখিল সেজে বুধবার বড়দা অরুনের ক্ষতি করতে হসপিটালে গিয়ে আগুন লাগলো। অস্বাভাবিক, আশ্চর্যজনক ঘটনা দেখলেন জী বাংলার দর্শকরা। তারা হাসবেন না কাঁদবেন ভেবে কুলকিনারা করতে পারছেন না! অনেকেরই অভিমত, মঙ্গলবারের এপিসোড হলিউড মুভিকেও ছাড়িয়ে গেছে ! প্রস্থেটিক মেকআপ করে নিখিলের মুখ বসানো হলো কয়েক মিনিটে কিন্তু কোন পদ্ধতিতে ভারী চেহারার অশোককে নিখিলের মতো স্লিম চেহারা বানানো হলো সেটা পরিচালক দেখান নি বা দেখাতে ভুলে গেছেন!বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শকদের অভিমত টিআরপি তে একনম্বরে থাকা একটি সিরিয়ালকে হাস্যস্পদ করে তুলেছে মঙ্গল ও বুধবারের এপিসিড। ‘গল্পের গরু গাছে’ ওঠার প্রবাদটা সিরিয়ালপ্রেমীদের আবার মনে পরে গেলো !