আজ সপ্তমী দেবীর বোধন সব জায়গাতেই আজ দেবীর নবপত্রিকা বরণ করে ঘটে জল ভরিয়ে আনা হচ্ছে। আজ থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুজো ৷ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কলা বউ সহ নবপত্রিকা স্নান করানো হয়ে থাকে ৷ আজ বাগরাই হিদুরডাঙ্গা লহড়াবনী মোলবনা সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের নবপত্রিকা বরণ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

