মাল নদীতে বিসর্জনের সময় আচমকাই ছুটে এল হড়পা বান। তাতেই ভেসে গেলেন ভাসানে আসা বেশ কয়েকজন। মোট ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনওপর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃতের মধ্যে এক নাবালিকা এবং এক শিশুও রয়েছে। রয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রশাসন সূত্রে খবর, এখনও নিখোঁজ বহু। প্রশাসনের তরফে মৃত ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছে তপন অধিকারী (৭২), ঊর্মি সাহা (১৩), রুমুর সাহা (৪২), আনস পণ্ডিত (৮), বিভা দেবী (২৮), শুভাশিস রাহা (৬৩), শোভনদীপ অধিকারী (২০) এবং সুস্মিতা পোদ্দার (২২)। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘‘জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ। এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি।’’