ভোটের মুখে অপসারিত পুদুচেরির উপ রাজ্যপাল কিরণ বেদি।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: পুদুচেরির রাজনৈতিক ডামাডোলের মধ্যেই উপ রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হল কিরণ বেদিকে। নতুন লেফটেন্যান্ট গভর্নর দায়িত্ব না নেওয়া পর্যন্ত তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে দেওয়া হলো অতিরিক্ত দায়িত্ব। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। পুদুচেরিতে ভোটের মুখে এদিন কিরণ বেদির অপসারণ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রসঙ্গত, পুদুচেরির কংগ্রেস সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী কান্দাস্বামী অভিযোগ করে বলেছিলেন, গত সাড়ে চার বছর ধরে প্রধানমন্ত্রী এবং কিরণ বেদি কংগ্রেস সরকারকে নানাভাবে বিব্রত করে গেছে। এরপর পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এরপর ঠিক ৬ দিন পরেই অপসারণ করা হল লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদিকে। অপরদিকে কংগ্রেস দলের চার বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়েছে নারায়ণস্বামী সরকার।বুধবার সকালে কিরণ বেদি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘লেফটেন্যান্ট গভর্নর হিসাবে আমার এই যাত্রায় যারা যারা অংশ নিয়েছেন তাঁদের ধন্যবাদ।’ তিনি ধন্যবাদ জানিয়েছেন পুদুচেরির মানুষ এবং সকল সরকারি কর্মীদের।