গত আট বছরে রেকর্ড পরিমান পারদ নামলো কাশ্মীরে জুড়ে।
রুফিদা, নিউজ বেঙ্গল 365, শ্রীনগর : শ্রীনগরে বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস 7.8 ডিগ্রি সেলসিয়াসে নামে যা গত আট বছরের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জানান, 14 জানুয়ারী 2012 সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস 7.8 ডিগ্রি, 1995 সালে ছিল মাইনাস 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং 1991 সালে মাইনাস 11.8 পাশাপাশি 31 জানুয়ারী 1893 এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8। একইভাবে জম্মু ও কাশ্মীরের গেটওয়ে টাউন কেজিগান্ড গত রাতে মাইনাস 9.3 ডিগ্রি সেলসিয়াস কম। বিশ্বখ্যাত স্কিইং রিসর্ট গুলমার্গ, সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস 10.0 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে, কাশ্মীর উপত্যকায় এই মাসের শুরুতে ভারী তুষারপাত হয়েছে, স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। ওয়েদারম্যান আগামী ২4 ঘণ্টায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।