পুঞ্চ জেলার মেন্দার এলাকায় একটি পিস্তল সহ পাঁচটি গ্রেনেড উদ্ধার।
রুফিদা , নিউজ বেঙ্গল ৩৬৫, শ্রীনগর : রবিবার পুলিশ ও সেনাবাহিনী পুঞ্চ জেলার মেন্দার এলাকায থেকে একটি পিস্তল এবং পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে।সেনাকর্তারা জানিয়েছেন, বালাকোটের এলওসির কাছে ডাব্বি গ্রামে অভিযান চালিয়ে এই সব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুঞ্চএর সিনিয়র পুলিশ সুপার রমেশ অ্যাঙ্গরাল জানান, গত বছরের ২৮ ডিসেম্বর তিন জঙ্গিকে এলওসির কাছে বালাকোট এলাকায় গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ছয়টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এই ত্রয়ীর মধ্যে গালুতার মোস্তফা খান, মোহাম্মদ ইয়াছিন ও ডাব্বি বালাকোটের রায়স আহমেদ রয়েছেন।এসএসপি জানিয়েছেন যে এই তিনজনের টানা জিজ্ঞাসাবাদ চলাকালীন আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র উঠে আসে। তারপর রবিবার সকালে এসডিপিও মেন্দার জহির জাফরি ও সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ দল বালাকোটের এলওসির সামনে অবস্থিত ডাব্বি গ্রামে একটি অভিযান শুরু করে সেখান থেকে একটি পিস্তল, তিনটি পিস্তল ম্যাগাজিন, পঁয়ত্রিশটি গুলি এবং পাঁচটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।