দেশ
কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে আহত ৮ সাধারণ নাগরিক।
রুফিদা, নিউজ বেঙ্গল ৩৬৫, শ্রীনগর : সন্দেহভাজন জঙ্গিরা আজ দক্ষিণ কাশ্মীরের ত্রল এলাকায় বাসস্ট্যান্ডে এসএসবি পার্টিতে একটি গ্রেনেড ছোঁড়ে যার ফলে আটজন বেসামরিক আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘সন্দেহভাজন জঙ্গিরা সকাল 11: 20 টার দিকে সুরক্ষা বাহিনীর দিকে একটি গ্রেনেড ছুড়েছিল। গ্রেনেড লক্ষ্যমাত্রা মিস করে ব্যস্ত বাজারে ফেটে পড়ে আটজন বেসামরিক আহত হয়।’ তিনি আরও জানান, আহত বেসামরিক লোকজনকে কাছের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুরো অঞ্চলকে ঘেরাও করা হয়েছে এবং আক্রমণকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।