নতুন প্রকারের করোনা ভাইরাসের উপরেও ভ্যাকসিন সমানভাবে কাজ করবে : বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কেন্দ্রীয় সরকার, মানুষকে আশ্বস্ত করেছে যে নতুন প্রকারের করোনা ভাইরাসের উপরেও ভ্যাকসিন সমানভাবে কাজ করবে । দিল্লীতে দেশের প্রধান বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন বলেছেন, ভ্যাকসিন, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা ভাইরাসটির প্রকারগুলির উপর কাজ করবে না, এমন কোন প্রমাণ মেলেনি। বেশীর ভাগ ভ্যাকসিনই, ভাইরাসের স্পাইক প্রোটিনকে নষ্ট করে দেওয়ার কাজ করার সঙ্গে মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। নতুন প্রকারগুলিতে ১৭ ধরণের পরিবর্তন ঘটেছে বলে উল্লেখ করে শ্রী রাঘবন বলেন, এই রূপান্তরের ফলে ভাইরাসটি আরও বেশী সংক্রামক হয়ে উঠেছে। আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নমুনা পরীক্ষার পাশাপাশি, জিন এর গঠন নিয়েও গবেষণা চলছে। মানুষকে শারীরিক দূরত্ব রক্ষা এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিজয় রাঘবন।