দেশ
কোভিড- ১৯ মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা ২০২১ এর ৩১শে জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কোভিড- ১৯ মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা ২০২১ এর ৩১শে জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে সংক্রমণ এবং চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমতে থাকলেও, সংক্রমণ নিয়ন্ত্রণের বিধি এবং সতর্কতা বজায় রাখা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণ বাড়তে থাকা এবং ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলায় এই পদক্ষেপ জরুরী। এর ফলে কনটেইনমেন্ট জোনগুলিতে নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব রক্ষা এবং হাত ও মুখ পরিষ্কার রাখা সহ কার্যবিধিতে কোনোরকম শিথিলতা দেখানো চলবেনা।