দেশ
ফের বরফের চাদরে ঢাকলো গোটা ভূস্বর্গ।
দীনবন্ধু তা, নিউজ বেঙ্গল 365, শ্রীনগর: আবার তুষারপাত কাশ্মীরে। উত্তর কাশ্মীরের গুলমার্গ, দক্ষিণে পহেলগাওঁ এবং মধ্য কাশ্মীরের সোনামার্গ প্রত্যেক জায়গায় শুভ্র আভরণ। শ্রীনগরে ভোর ৬টা থেকে শুরু হয়েছে তুষারপাত। কিছুক্ষন পরে পার্শবর্তী বুদ্গম ও পুলবামা জেলায় তুষারপাত শুরু হয়। নৈসর্গিক এই দৃশ্যের সাক্ষী হতে দেশ বিদেশের পর্যটকদের ভিড় উপচে পড়েছে কাশ্মীরে।