গায়ের জোড়ে মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল : বাবুল সুপ্রিয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ফের তৃণমূলকে কড়া আক্রমণ বাবুল সুপ্রিয়র। আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া একাধিক তৃণমূল বিধায়ক-সাংসদ থেকে জনপ্রতিনিধিদের নিয়ে সাংগাঠনিক বৈঠকের ডাক দেয় রাজ্য বিজেপি। হেস্টিংসের এই বৈঠককে ঘিরে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পরে তৃণমূল ও বিজেপি। বিজেপির কর্মসূচী থাকা সত্ত্বেও সেখানেই অস্থায়ী মঞ্চ করে পৃথক কর্মসূচী নেয় তৃণমূল। এমনকী বৈঠকে আসার পথে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত হন সদ্য তৃণমূলত্যাগী বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডল। আর এই গোটা ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে সুর চড়িয়ে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে লেখেন, “দেখুন দিদির দুধেল ভাইদের কাজ, বিজেপির প্রতি বাংলার মানুষের আস্থা যতই বাড়ছে ততই তৃণমূল দিশাহীন হয়ে পড়ছে।” এই গোটা ঘটনাকে দলীয় কর্মীদের স্বত:স্ফুর্ত বিক্ষোভ বলে দাবী করেন তৃণমূলের মুখপাত্র সৌগত রায়। যা নিয়েও এদিন তৃণমূলকে কার্যত হুশিযারী দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, “মনে রাখবেন গায়ের জোরে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু জনগণের মন জেতা যায় না।”