বাংলার সংস্কৃতি নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী: বাবুল সুপ্রিয়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : এবার বহিরাগত ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২০২১ সালকে বাংলা দখলের পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। আর এই নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই সুনীল দেওধর, অমিত মালব্য, অরবিন্দ মেনন সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বকে এনেছে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যে ‘বহিরাগত’ তত্ত্ব তুলে বিজেপিকে কটাক্ষ করছে তৃণমূল। এমনকী বাংলার সংস্কৃতি না জেনেই বিজেপি বাংলা জয়ের লক্ষ্যে এগোচ্ছে বলেও অভিযোগ রাজ্যের শাসক দলের। এখানেই শেষ নয়, পাশাপাশি বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলা সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হবে বলেও মত তৃণমূলের।বৃহস্পতিবার কার্যত তারই জবাব দিলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন,” মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় বারবার বহিরাগত বলছেন।” এই প্রথম বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বিশ্বভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকেও কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি গেরুয়া শিবিরের হাত ধরে রাজ্যে সংস্কৃতি ‘বিপদে’ পড়বে বলে প্রচার শুরু করেছে জোড়াফুল শিবির। তা নিয়ে পাল্টা জবাব দিলেন বাবুল। তার বক্তব্য,” বিভিন্ন নেতারাও বলছেন বিজেপি নাকি বাংলার সংস্কৃতি জানেনা। কিন্তু আদতে বাংলার সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে লিপ্ত খোদ মুখ্যমন্ত্রী।” এদিন বিশ্বভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকেও কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়।