মমতা ব্যানার্জীর নিজের পরিবারে ভাঙন শুরু, 61 জন বিধায়ক বিজেপির সঙ্গে, বিস্ফোরক দাবি অর্জুন সিংহের।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বুধবার একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে বোমা ফাটালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তিনি জানিয়েছেন, ‘আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলায় আসছেন, আর সেদিন মমতা ব্যানার্জীর নিজের পরিবারে ভাঙ্গন শুরু হবে। মমতা ব্যানার্জীর পরিবারে এরমধ্যেই ভাই ভাইএ লড়াই শুরু হয়ে গেছে। এক ভাইপো কামিয়ে যাচ্ছে আর এক ভাইপো বাড়িতে মার খাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘একটু ধৈর্য ধরুন, 61 জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’ ব্যারাকপুরের সাংসদ আরো বলেন, ‘মমতা ব্যানার্জী হাসিমুখে ছবি দিয়ে বলেছিলেন সব কাজ করে দিয়েছেন! সাড়ে নবছরে যদি সব কাজ হয়ে গিয়ে থাকে তাহলে লোকের দুয়ারে দুয়ারে যাওয়ার কি দরকার?’ অর্জুন বলেন, ‘মমতার ভাই ভাইপোর অত্যাচারে সবাই অতিষ্ঠ। এবার তৃণমূল ভাঙছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে চার মন্ত্রী গায়েব ছিলেন। সবাই বিরক্ত।’
আগামী দিনে জনগণ শান্তি প্রিয় হতে পারবে নির্বাচনে বিহার নির্বাচনে সমান