নতুন সংসদ ভবনের শিলান্যাস।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামী ১০০ বছরের প্রয়োজনের কথা মনে রেখে এই নতুন ভবনটি তৈরি করা হবে। ৯৭১ কোটি টাকা খরচে তৈরি হতে চলা নতুন সংসদ ভবনে বিভিন্ন কমিটি এবং রাজনৈতিক দলগুলির দফতরের জন্য অনেক বেশি জায়গা থাকবে। আত্মনির্ভর ভারতের গণতন্ত্রের এই মন্দিরে দেশের বৈচিত্র্য তুলে ধরা হবে। বর্তমান সংসদ ভবনের চেয়ে এটি হবে ১৭ হাজার বর্গমিটার বড় এলাকাজুড়ে। ২০২২ সালের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন নতুন সংসদ ভবনে বসবে বলে আশা করা যায়। গত বছর ৫ই আগস্ট রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের অধিবেশন বসার সময় এই নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। নতুন পার্লামেন্ট ভবনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অনেক কেন্দ্রীয় মন্ত্রী।