বাজার এলাকার জন্য নতুন কোভিড – ১৯ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বাজার এলাকার জন্য নতুন কোভিড – ১৯ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক না পরলে জরিমানা ও ব্যস্ত সময়ের পরে দোকানে কেনাকাটা করলে পণ্যের ওপর মূল্য ছাড় বা ডিসকাউন্টের সংস্থান রয়েছে। কার্যবিধিতে কনটেইনমেন্ট এলাকায় বাজার বন্ধ রাখার কথাও বলা হয়েছে। বাজার এলাকায় যদি বেশি সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হন, তবে বাজার বন্ধ করে দিতে হবে। মুদিখানার জিনিস অনলাইনে বুকিং ও বাড়িতে তা পাঠিয়ে দেওয়াকে উত্সাহিত করা হয়েছে।কনটেইনমেন্ট এলাকায় বাস করা দোকানদার ও কর্মচারীদের বাজারে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। বাজার এলাকায় কোভিড নিয়মাবলী মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য বাজার কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজারের প্রবেশের মুখে ও গাড়ি রাখার জায়গায় সরকার অনুমোদিত দামে মাস্ক বিক্রয়ের জন্য কিয়স্ক স্থাপন করারও পরামর্শ দেওয়া হয়েছে।