কানাডা থেকে প্রাচীন মূর্তি দেশে ফেরত আসা নিয়ে খুশী প্রধানমন্ত্রী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অন্নপূর্ণার প্রাচীন মূর্তি কানাডা থেকে দেশে ফেরত আসার খবরে যে তিনি খুশী, রবিবার ‘ মন কি বাত’ অনুষ্ঠান থেকে তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমি আপনাদের সঙ্গে একটি সুখবর ভাগ করে নিতে চাই। প্রত্যেক ভারতবাসী জেনে গর্বিত হবেন যে কানাডা থেকে দেবী অন্নপূর্ণার একটি প্রাচীন মূর্তি দেশে ফিরে আসছে। মাতা অন্নপূর্ণার সঙ্গে কাশীর বিশেষ সম্পর্ক রয়েছে। এবার তাঁর মূর্তি সেখানে ফিরে আসা আমাদের সবার জন্য অত্যন্ত সুখের বিষয়। মাতা অন্নপূর্ণার মূর্তির মতোই ভারতের অসংখ্য প্রাচীন ঐতিহ্য আন্তর্জাতিক দুষ্কৃতী চক্রের কবলে পড়েছে।’ উল্লেখ্য, ১০০ বছর আগে বারাণসী থেকে চুরি যাওয়া অন্নপূর্ণার মূর্তি ভারতকে ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেয় কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা। বর্তমানে এই দেবীমূর্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাককেঞ্জি আর্ট গ্যালারিতে সংগৃহীত রয়েছে। ১৯৩৬ সালে মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে ঠাঁই পায় নরম্যান ম্যাককেঞ্জির উদ্যোগে। প্রসঙ্গত, ১৯৩৬ সালে মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে ঠাঁই পায় শিল্প সংগ্রাহক নরম্যান ম্যাককেঞ্জির উদ্যোগে। ১৯১৩ সালে ভারত ভ্রমণের সময় মূর্তিটি প্রথম দেখতে পান ম্যাককেঞ্জি। জানতে পারেন ল বারাণসীর মন্দির থেকে এটি চুরি করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।