কাজ তো করব আমরা, আপনি বাড়ি বসে বসে দেখবেন : বাবুল সুপ্রিয়
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ফের মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটকে কেন্দ্র করে নিজের ফেসবুক একাউন্টে রীতিমত সুর চড়িয়ে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইট করে বলেন, “কীভাবে প্রশাসন চালাতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদি শিখুন।” এর পাল্টা হিসাবে বাবুলের কটাক্ষ, “বড় মজার মানুষ আমাদের ভাইপো। যা বলেন সেটা কি উনি নিজে শুনতে পান না?” হাত বাড়ালেই আর কয়েকমাস পর নির্বাচন। ইতিমধ্যে একাধিক সরকারি প্রকল্পকে সামনে রেখে রীতিমত “কল্পতরু” মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প ইতিমধ্যে ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েননি। বাবুলের বক্তব্য, “আর উদ্বোধন আর ঘোষণার যা বহর দেখছি তাতে তো মনে হচ্ছে দিদি এই শীতের মরশুমের মধ্যেই কলকাতাকে লন্ডন বানানোর ঘোষণা করে দেবেন আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট কে অক্সফোর্ড স্টিট।” এখানেই শেষ নয়। তিনি আরও বলেন,” আপনি ঘোষনা টোষনা যা করার করুন। কাজ তো করব আমরা। আর আপনি বাড়ি বসে বসে দেখবেন।”