পুলিশি হেনস্তার প্রমান নেই, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে অর্ণব গোস্বামী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: গ্রেফতারের সময় পুলিশি হেনস্থার অভিযোগ করেছিলেন অর্ণব গোস্বামী। তবে সেই অভিযিগ ভিত্তিহীন বলে জানিয়ে দিল মুম্বাই পুলিশ। এমনকী মেডিক্যাল রিপোর্টে তার কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র পুলিশ না। মহারাষ্ট্রের আলিবাগের এক আদালতের বিচারক এমনটাই জানালেন। ওই আদালতই রিপাবলিক টিভির সম্পাদককে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে অর্ণবকে। তবে, জামিনের জন্য উচ্চতর আদালতে আবেদন করতে পারবেন তিনি। গতকাল গ্রেপ্তারির পর অর্ণবকে আলিবাগের ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। । আপাতত অর্ণবকে ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, অর্ণব গোস্বামী যে অভিযোগ করছিলেন পুলিশ তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্তা করেছে, ডাক্তারি রিপোর্টে সেই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমান মেলেনি বলেও জানিয়ে দিয়েছে আদালত।