দিল্লি বিমানবন্দরে জঙ্গি হামলার আশংকা, জারি রেড এলার্ট।
নিউস বেঙ্গল 365, নিউদিল্লি: পাকিস্তানের একটি নম্বর থেকে গত সপ্তাহে ফোন এসেছিল এনআইএ-র দফতরে। হুমকি দেয়া হয়েছিল উড়িয়ে দেয়া হবে মুম্বই ও দিল্লি এয়ারপোর্ট। গোয়েন্দাদের কাছেও খবর ছিল হতে পারে জঙ্গি হানা। তারপর থেকে বাড়ানো হয়েছিল দিল্লি ও মুম্বই শহরের নিরাপত্তা ব্যবস্থা। তারমধ্যেই এবার দিল্লি বিমানবন্দরে খালিস্তানি জঙ্গী হামলার আশঙ্কা। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার ৩৬তম বর্ষপূর্তীর প্রাক্কালে শিখস ফর জাস্টিস নামে একটি খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর তরফে হুমকী দেওয়া হয়েছে, আগামীকাল ৫ নভেম্বর এয়ার ইন্ডিয়ার লন্ডন গামী দুটি বিমানকে কিছুতেই লন্ডনে অবতরণ করতে দেয়া হবে না। জঙ্গি হানার আশঙ্কায় ইতিমধ্যেই দিল্লি এয়ারপোর্ট সহ আশেপাশের এলাকা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি হয়েছে রেড এলার্ট। সিআইএসএফ জওয়ানেরা ছাড়াও দিল্লী পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসিপি রাজীব রঞ্জন জানিয়েছেন, ‘“শিখস ফর জাস্টিসের সাথে যুক্ত আতঙ্কবাদী গুরুপতবন্ত সিং পান্নু ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরের বেশ কয়েকজনকে ফোন করে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী দুটি বিমান নিয়ে হুমকি দিয়েছে’।