মুর্শিদাবাদ থেকে আল-কায়দার অন্যতম মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল এনআইএ।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: রবিবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার নাজরানা গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন মন্ডলকে গ্রেপ্তার করেছে। 32 বছর বয়সী অভিযুক্ত আবদুল মোমিন মন্ডল মুর্শিদাবাদ জেলার রায়পুর দরুর হুদা ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। সোমবার এনআইএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার দ্বারা অনুপ্রাণিত হয়ে ১০ জনেরও বেশি সদস্য নিয়ে গঠিত একদল জিহাদি পশ্চিমবঙ্গ, দিল্লি এবং কেরালা সহ ভারতের বিভিন্ন স্থানে দেশবিরোধী ও সন্ত্রাসীবাদী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। এই ব্যাপারে গত 11 সেপ্টেম্বর একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এনআইএ আরো জানিয়েছে, অভিযুক্ত আবদুল মোমিন মন্ডল আল-কায়দার জন্য নতুন সদস্যদের নিয়োগেরও চেষ্টা করছিল এবং এর সন্ত্রাসীবাদী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তহবিল সংগ্রহ করছিল। অভিযুক্ত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত 11 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আবদুল মোমিন মন্ডলকে আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আদালতে হাজির করা হলে, আদালত তাঁকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড মনজুর করেছে।