৩০-শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আনলক পাঁচ পর্বের যে নির্দেশিকা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- গত মাসের ৩০ তারিখে আনলক পাঁচ পর্বের যে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার । তার মেয়াদ ৩০-শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে, গতকাল এই মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে বলা হয়েছে, স্বাভাবিক কাজকর্ম শুরু করার অর্থ এই নয় যে করোনা অতিমারী শেষ হয়ে গেছে। সকলকে সতর্ক করে দিয়ে মন্ত্রক বলেছে, কোভিড মোকাবিলায়, কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। বড় জন সমাবেশ ছাড়া বেশীরভাগ তৎপরতাকেই সরকার ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে। মেট্রো, শপিং মল, হোটেল, রেস্তোঁরা এবং ধর্মীয় স্থানে যাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা সতর্কতা মেনে চলার কথা আগেই মন্ত্রক জানিয়েছিলো।স্কুল, কোচিং সেন্টার, গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কনটেইনমেন্ট জোনে ৩০-শে নভেম্বর পর্যন্ত লকডাউন বজায় থাকবে বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। তবে, লোকাল ট্রেন চালানোর বিষয়ে ওই নির্দেশিকায় স্পষ্ট করে কিছু জানানো হয়নি।