দেশ
১ লা নভেম্বর থেকে ইনডেন গ্যাসের গ্রাহকদের জন্য গ্যাস বুকিং এর ক্ষেত্রে একটি নতুন মোবাইল নম্বর চালু।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- বড় পরিবর্তন না জানলেই বিপদ, আগামী পয়লা নভেম্বর থেকে ইনডেন গ্যাসের গ্রাহকদের জন্য গ্যাস বুকিং এর ক্ষেত্রে একটি নতুন মোবাইল নম্বর চালু হতে চলেছে। গ্যাস বুকিং এর জন্য গ্রাহকরা 77189 55555 এই নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবর এর গ্রাহকরা শুধুমাত্র 90883 24365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারেন। পাশাপাশি আগামী মাস থেকে দেশের ১০০ টি স্মার্ট শহরে ওটিপি ভিত্তিক গ্যাস ডেলিভারি ব্যবস্থা চালু হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।