উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বেড়ে বর্তমানে ২০ শতাংশ হয়েছে : নরেন্দ্র মোদী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- দেশে উচ্চশিক্ষা ক্ষেত্রের সংস্কার এবং বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইসোর বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গত ৬ বছর ধরে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বচ্ছতা এবং স্বায়ত্তশাসন এনে দিয়েছে। নতুন শিক্ষানীতি, দেশের যুবাদের আন্তর্জাতিক ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে সাহায্য করবে এবং তাঁরা জীবিকার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। বিগত ৬ বছরে সারা দেশে ৬ টি নতুন আই.আই.টি.,৭ টি আই.আই.এম. এবং ৭ টি এইম্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলে মোদী জানান। সমস্ত প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের উৎকর্ষ প্রদানে লিঙ্গ-সমতা রক্ষা এবং সামাজিক কাজে অংশ গ্রহণ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ আগের ৮ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ২০ শতাংশ হয়েছে। এই অনুষ্ঠানে কর্ণাটকের রাজ্যপাল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।১৯১৬ সালের ২৭শে জুলাই দেশের ষষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে মাইসোর ইউনিভার্সিটি স্থাপিত হয়।