নরেন্দ্র মোদির সম্পদ বেড়েছে ৩৬ লাখ টাকা, কমেছে অমিত শাহর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- অর্থবিত্ত কিছুটা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কমে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এই এক বছরে ধনসম্পদের কোনও নড়চড় হয়নি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তাদের জমা দেয়া সম্পদের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। সম্পদ বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর মোট সম্পদ ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। গত বছর একই সময়ে তার সম্পদ ছিল ২ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে মোদির সম্পদ বেড়েছে মাত্র ৩৬ লাখ টাকা। নরেন্দ্র মোদির সম্পদ গত বছরগুলোর মতো অনেকটা একই হারে বেড়েছে। এ বছর তার ব্যাংকে রাখা অর্থ ৩ লাখ ৩০ হাজার ও স্থায়ী আমানতের মূল্য ৩৩ লাখ টাকা বেড়েছে। মোদির বাকি সব সম্পদ প্রায় অপরিবর্তিতই রয়েছে। এর মধ্যে রয়েছে গান্ধীনগরে ১ কোটি ১০ লাখ টাকা সমমূল্যের একটি বাড়ি। পিএমও কার্যালয়ের হিসাব অনুসারে, গত জুন পর্যন্ত ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে নগদ অর্থ ছিল মাত্র ৩১ হাজার ৪৫০ টাকা। এছাড়া ১ লাখ ৫০ হাজার ৯৫৭ টাকার জীবন বীমা রয়েছে তার। এদিকে গত এক বছরে প্রায় চার কোটি টাকা হারিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালে তার মোট সম্পদ ৩২ কোটি ৩০ লাখ টাকা থাকলেও চলতি বছর তা নেমে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৩ লাখে। সম্পদ কমে যাওয়ার কারণ হিসেবে শেয়ারবাজারে অস্থিরতাকে দায়ী করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পদ কমেছে তার স্ত্রীরও। মন্ত্রীপত্নী সোনাল অমিত শাহর হাতে গত বছর ৯ কোটি টাকা থাকলেও এ বছর সেখান থেকে ৪৭ লাখ কমে গেছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মোট সম্পদ গত বছরের মতো ২ কোটি ৯৭ লাখ টাকাই রয়েছে।