দেশ
সংক্রমণ রোধে করোনা নিয়মবিধি মেনে চলা প্রতিটা নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানিয়েছেন আসন্ন উৎসবের মরসুম ও শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবার আশঙ্কায় আগামী আড়াই মাস খুব গুরুত্বপূর্ণ সময়। এইমস এবং কেন্দ্রীয় সরকারী হাসপাতালের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন আন্দোলন কর্মসূচীর আওতায় গৃহীত সমস্ত বিষয় খতিয়ে দেখেন। আগামী দিনে করোনার সঙ্গে লড়াই করতে ৯০ লক্ষ শয্যা, ১২ হাজারের বেশী কোয়ারানন্টাইন কেন্দ্র এবং ১ হাজার ৯শোর বেশী পরীক্ষাগারের পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংক্রমণ রোধে করোনা নিয়মবিধি মেনে চলা প্রতিটা নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে বলেও তিনি জানিয়েছেন। সাথে সাথে আবারও শারীরিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিয়েছেন।