দেশ
স্যালুট দিয়ে জওয়ানদের হৃদয় জিতলো লাদাখের নামগিয়াল।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: লাদাখের চুসুলে জাতীয় সড়ক দিয়ে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের কনভয় যাওয়ার সময় রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি বাচ্ছা ছেলে স্যালুট করে অভিবাদন জানালো জওয়ানদের। আইটিবিপির জওয়ানদের চুসুলের স্থানীয় ছেলে নামগিয়ালের অভিবাদন দেয়ার এই ভিডিওটি ‘আইটিবিপি অফিসিয়াল’ থেকে টুইট করার পর ভাইরাল হয়ে যায় নেটিজেন দুনিয়ায়। অসংখ্য মানুষ টুইট করে নামগিয়ালকে কুর্নিশ জানিয়ে বলছেন, এটি নিঃসন্দেহে এই সপ্তাহের সেরা ভিডিও।