মহারাষ্ট্রের পালঘর সমুদ্র উপকূলে দেখা মিলল বিরল দু’মুখো হাঙরের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- অন্যদিনের মতো গত শুক্রবারও সমুদ্র মাছ ধরতে গিয়েছিলেন মহারাষ্ট্রের পালঘর জেলার সতপতি গ্রামের এক মৎস্যজীবী নীতীন পাটিল। মাছ ধরে বাড়ি ফেরার সময় তাঁর চোখে পড়ে জালে একটি অদ্ভূত দেখতে একটি প্রাণী আটকে রয়েছে। হাত দিয়ে তুলে দেখেন সেটি ৬ ইঞ্চির ছোট্ট একটি দু’মুখো হাঙরের বাচ্চা। তাকে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না নীতীন পাটিল। একটু ধাতস্থ হতেই নিজের মোবাইল থেকে ওই বাচ্চা হাঙরটির কয়েকটি ছবি তুলে রাখেন তিনি। পরে হাঙরটিকে ফের জলে ছেড়ে দেন।বিশেষ করে হাঙর আমরা খাই না। তাই মাছটি দেখে আমার অদ্ভূত লাগলেও জলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। তার আগে অবশ্য কিছু ছবি তুলে নিয়েছি পরে হাঙরটির ছবি ও ভিডিও মুম্বইয়ের ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দেখানো হয়েছে। তাঁরাও এই ঘটনা বিরল বলে জানিয়েছেন। ছোট্ট ওই হাঙরটির ছবি দেখে সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, এমনিতেই প্রাণীজগতের মধ্যে দু’মুখো হাঙরের দেখা পাওয়া যায় না। তার উপর ভারতীয় উপকূলে এই অদ্ভূতদর্শন প্রাণীর সন্ধান পাওয়া খুবই বিরল ঘটনা বলে দাবি করেছেন।