এবার প্রপার্টি কার্ড চালু করলেন নরেন্দ্র মোদী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ‘এবার থেকে আপনার জমির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবেনা’, ঠিক এই কথা বলে রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশে সম্পত্তি কার্ড প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কার্ডের মাধ্যমে জমি কেনা ও বিক্রি করা সুবিধার হবে। বাড়ি ও জমির অধিকার সংক্রান্ত নথি যেন মানুষের অধিকারে থাকে, সেই উদ্দেশ্য নিয়ে ‘সম্পত্তি কার্ড’ পেশ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘স্বামীত্ব’ যোজনার অধীনে এই প্রপার্টি কার্ড দেশে পীড়িত, শোষিত আর বঞ্চিত গ্রামবাসীদের ভালোর জন্য একটি বড় পদক্ষেপ’। প্রসঙ্গত, উন্নত প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন গ্রামে মানুষের জমির সীমানা নির্দিষ্ট করার কাজ চালাচ্ছে। এই কার্ড চালুর পরই দেশের ৬ টি রাজ্যে ৭৬৩ টি গ্রামে মানুষকে পাঠানো হবে লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে মোবাইলে ওই ভার্চুয়াল কার্ড ডাউনলোড করতে পারবেন মানুষ। উত্তরপ্রদেশের ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ ও কর্ণাটকের ২ টি গ্রামে এই কার্ড দেওয়া হলো। এই ৬ টি রাজ্যে আজ থেকেই এই কার্ড চালু হচ্ছে। স্বামীত্ব যোজনার অধীনে এই প্রপার্টি কার্ড বিলির ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যর দায়িত্ব থাকবে। ২০২৪ সালের মধ্যে গোটা দেশের ৬.৬২ লক্ষ মানুষের কাছে এই সম্পত্তি কার্ড পৌঁছে যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।