বামেদের সঙ্গে জোটের বিরোধিদের গ্রাহ্য করা হবে না: অধীর
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বামেদের সঙ্গে জোটের মান্যতা দিয়েছে হাইকমান্ড। তাই বামেদের সঙ্গে জোটের ক্ষেত্রে কোনও আপত্তি গ্রাহ্য হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।হাইকমান্ডকে “ঢাল” করে বিক্ষুব্ধদের এমনই বার্তা দিলেন অধীর চৌধুরি। একথা বাস্তব, এই মুহুর্তে রাজ্যে একক শক্তিতে লড়তে গেলে বেশিরভাগ বিধায়কই আর বিধানসভায় ফিরতে পারবেন না। তাই বামেদের শক্তিকেই কাজে লাগিয়ে জয়ের ফসল ঘরে তুলতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। অধীরের মতে,” আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসে অযৌক্তিক সংখ্যা দাবি করলেই হবে না। সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি ব্লকে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে হবে। তাই যৌথ আন্দোলনের পাশাপাশি কংগ্রেসকে একক ভাবে আন্দোলন করতে হবে।” সূত্রের খবর, জোট নিয়ে বৈঠকে হাজির এক নেতা বিরোধিতা করেন। সঙ্গে সঙ্গে প্রদেশ সভাপতি তাঁকে থামিয়ে দেন। এমনকি , রাজ্যের কোন আসনে দাঁড়ালে তিনি জিতে আসতে পারবেন তাও জানতে চান। তবে তার কোন সদুত্তর দিতে পারেননি ওই বিক্ষুব্ধ নেতা। এরপরই তাঁকে হাইকমান্ডের নির্দেশ মেনে চলার কথা বলেন অধীর। অধীরের এহেন নির্দেশ দলের অন্দরে জোট বিরোধীদের উদেশে স্পষ্ট বার্তা বলেই মনে করছে রাজ্য নেতৃত্ব।