দেশ
শর্তসাপেক্ষে জামিন পেলেন সুশান্তের প্রেমিকা রিয়া।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- মাদকচক্রের সঙ্গে যোগ থাকায় গত সেপ্টেম্বরের ৮ তারিখ এনসিবি গ্রেফতার করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। আজ মুম্বই কোর্টে রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি হয় ৷ সেখানেই শর্তসাপেক্ষে ১ লক্ষ টাকার মুচলেখায় জামিনের নির্দেশ দেয় কোর্ট। সেই সঙ্গে তাঁর পাসপোর্ট তদন্তকারীদের কাছে জমা রাখতে হবে, মুম্বাই ছাড়ার আগে নিতে হবে অনুমতি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই শুনানি চলে মুম্বই কোর্টে ৷ পাশাপাশি, বসিত পরিহার, স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত ও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানিও ছিল আজ। জামিন পেলেন স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত, যদিও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।