দেশ
প্রতিরক্ষা দফতরে কর্মরতদের বর্ধিত পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজ করার সময় সীমা প্রত্যাহার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- প্রতিরক্ষা দফতরের কর্মরতদের বর্ধিত পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজ করার সময় সীমা সরকার প্রত্যাহার করে নিয়েছে। এতদিন যাবত প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের নিকট আত্মীয়কে বর্ধিত হারে সাধারণ পারিবারিক পেনশনের জন্য সংশ্লিষ্ট কর্মীর নিরবচ্ছিন্নভাবে সাত বছর কাজ করার প্রয়োজনীয়তা ছিল। কিন্তূ নতুন নিয়মে ৭ বছর নিরবচ্ছিন্ন কাজের বিষয়টি ২০১৯-এর ১ অক্টোবর থেকে কার্যকর করার বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। যদি কোনও প্রতিরক্ষা বাহিনীর কর্মী ৭ বছর নিরবচ্ছিন্ন কর্মজীবন পূর্ণ হওয়ার আগেই ২০১৯-এর ১ অক্টোবরের পূর্বে প্রয়াত হয়ে থাকেন, সেক্ষেত্রেও তাঁর পরিবার ২০১৯-এর ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া বর্ধিত হারে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।