মোদী-ইয়েদুরাপ্পার হাতের পুতুলের মতো আচরণ করছে সিবিআই।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- দুর্ণীতির অভিযোগে এবার সিবিআই-এর নিশানায় কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। কর্ণাটকের এই নেতা গান্ধী পরিবারের অত্যান্ত ঘনিষ্ট। সোমবার দিল্লি, মুম্বই আর কর্ণাটকে শিবকুমারের বাড়িসহ ১৫ টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারীদের অভিযোগ তাঁরা যেসব স্থানে তল্লাশি চালিয়েছেন সেগুলির সঙ্গে শিবকুমারের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। চলতি বছরের ৩ নভেম্বর কর্নাটকে উপ-নির্বাচন। তার আগে কংগ্রেসের নির্বাচন প্রস্তুতি খারাপ করতে এবং মানুষের নজর ঘোরাতে এই পদক্ষেপ বলে অভিযোগ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। কংগ্রেস নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ থাকলেও প্রথম থেকেই তা অস্বীকার করেন তিনি৷ একই সঙ্গে শিবকুমারের দাবি ছিল, প্রয়োজনীয় সব নথিই তদন্তকারীদের কাছে তিনি পেশ করেছেন৷ আয়কর দফতরের কাছে প্রয়োজনীয় সব হিসাবও পেশ করেছেন৷ তারপরও বার বার তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন।
এদিকে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে বলেছেন, সিবিআইয়ের উচিত কর্নাটকে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি সরকারের দুর্নীতির তদন্ত করা।
যদিও ইডি সূত্রে দাবি, শিবকুমারের মেয়ে ঐশ্বর্যকের সম্পত্তি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০০ গুণ বেড়েছে। গতবছর সেপ্টেম্বরে গ্রেফতারের পর, তিহাড় জেলে বন্দি ছিলেন শিবকুমার। অক্টোবরে তাঁকে জামিনে দেয় হাইকোর্ট। বর্তমানে ওই মামলার তদন্ত করছে সিবিআই।