আগামী বছরের জুলাই-এর মধ্যে কেন্দ্রের হাতে আসবে কোভিড-১৯ ভ্যাকসিনের চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডোজ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন আগামী বছরের জুলাই-এর মধ্যে কেন্দ্রের হাতে আসবে কোভিড-১৯ ভ্যাকসিনের চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডোজ এবং ২০-২৫ কোটি মানুষকে এই টীকা দেওয়া যাবে বলে । এই ভ্যাকসিন প্রয়োগে কাদের অগ্রাধিকার দেওয়া হবে তার তালিকা অক্টোবর মাসের মধ্যে জমা দিতে হবে, রাজ্যগুলির জন্য ইতিমধ্যেই একটি ফরম্যাট তৈরি করা হয়েছে। করোনা যোদ্ধা স্বাস্থ্য কর্মীদের এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। তৈরি হয়ে যাওয়ার পর ভ্যাকসিন যাতে সমান ভাবে বণ্টন করা হয়, কেন্দ্র তা সুনিশ্চিত করবে। ভ্যাকসিন সংগ্রহ করা হবে কেন্দ্রীয় ভাবে। যাদের সবচেয়ে বেশী প্রয়োজন তাদের কাছে যাতে এই টীকা পৌঁছায় এবং কালোবাজারি না হয় তা নিশ্চিত করতে প্রতিটি স্তরে থাকবে কড়া নজরদারি। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন জানান, ভ্যাকসিনের সমস্ত দিক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছে।