দেশ
হাথরাসের ঘটনায় কড়া ব্যবস্থা যোগী সরকারের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : হাথরাস কাণ্ডে কড়া ব্যবস্থা নিল যোগী সরকার। সাসপেন্ড করা হল এসপি, ডিএসপি সহ ৫ পুলিশকর্মীকে। পাশাপাশি এই ঘটনা নিয়ে নির্যাতিতার মৃত্যুর এতদিন পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ হুঙ্কারের সুরে জানিয়েছেন “দোষীদের এমন শাস্তি হবে, সকলের মনে থেকে যাবে।” এরপরই তৎপর হয়েছে তাঁর দপ্তর। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে হাথরাসের এসপি বিক্রান্ত বীর, ডিএসপি রাম শব্দ, স্থানীয় থানার ইন্সপেক্টর দীনেশকুমার বর্মা সহ পুলিশ প্রশাসনের আরও দুই পুলিশ কর্মীকে এদিন সাসপেন্ড করা হয়। এঁদের নারকো এবং পলিগ্রাফ টেস্টেরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসক প্রবীন কুমারকেও সাসপেন্ড করা হতে পারে বলে খবর।