দেশ
রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেলেন সোনু সুদ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : অভিনেতা সোনু সুদকে পুরস্কৃত করল রাষ্ট্রপুঞ্জ। লকডাউনের সময় গোটা দেশ থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে এই অভিনেতার উদ্যোগকে স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ। মিলল ” স্পেশাল হিউম্যানিটেরিযাম একশণ এওয়ার্ড” । সোনু সুদের পুরস্কার পাওয়ার খবর জানতে পেরে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইট করে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, ‘যোগ্য প্রাপ্তি, তুমি ভগবানের কাজ করে যাও এবং দেখে অনুপ্রাণিত। তুমি যা করেছো তার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’ প্রতুত্তরে সোনু সুদ প্রিয়াঙ্কার উৎসাহ ব্যাঞ্জক কথার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “তুমি লক্ষ লক্ষ লোকের অনুপ্রেরণা এবং তারমধ্যে আমিও একজন। তুমি আমাদের ‘রিয়েল হিরো’, তুমি এইভাবেই সমগ্র বিশ্বকে প্রেরণা দিয়ে যাও।”