দীর্ঘ প্রতিক্ষার অবসান,সিবিআই আদালতে বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা আজ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- আর মাত্র কিছুক্ষন বাকি, উত্তর প্রদেশের লখনউয়ের বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে। আজ ই জানা যাবে, লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশী, উমা ভারতীকে দোষী সাব্যস্ত করা হল কি না। রায় ঘোষণার দিন ৯২ বছর বয়সি আডবাণী-সহ ৩২ জন অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কোর্ট চত্বরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লখনউয়ের বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবের গত বছর ৩০ সেপ্টেম্বর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর মেয়াদ বাড়িয়ে দেয়া হয়।১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরে ২৮ বছর ধরে এই মামলা চলেছে। আডবাণী, জোশী, উমাদের মতো বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মসজিদ ভাঙায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়। তিন দশক ধরে মামলা চলায় ৪৯ জন অভিযুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, গিরিরাজ কিশোর-সহ ১৭ জন আগেই মারা গিয়েছেন। প্রসঙ্গত, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী ২ জনেই বাবরি মসজিদ ধ্বংসে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।