প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য যশবন্ত সিং ।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য যশবন্ত সিং ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- ফের নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যশবন্ত সিংয়ের মৃত্যুর খবর এদিন প্রকাশ হতেই একের পর এক শোক বার্তা উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীদের তরফে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে নিজের শোক বার্তা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিজের শোকবার্তায় লেখেন, ‘একজন অসামান্য দক্ষ মানুষ হিসাবে তিনি তাঁর ভাবনা সমাজ ও রাজনীতিতে ফেলেন। যা একেবারে আলাদা ছিল।’ রাজনাথ সিং ট্যুইট করেন, বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে গভীর শোকাহত৷ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশে তিনি দেশের সেবা করেছেন৷ দক্ষ রাজনীতিক ও সাংসদ হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি৷
Attachments area