কোনও চিনা সাংবাদিক ৯০ দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- করোনা ভাইরাস নিয়ে চিনের উপর রিতিমত ক্ষুদ্ধ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনা নাগরিকদের জন্য আমেরিকার বেশ কয়েকটি ভিসা নীতিতে বদলও এনেছিলেন। এবার অবশ্য নজরে চিনা সাংবাদিক। ট্রাম্প প্রশাসনের তরফে পরিস্কার জানিয়ে দেয়া হয় কোনও চিনা সাংবাদিক ৯০ দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না।তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী, গবেষক এবং বিদেশী সাংবাদিকদের ভিসার নির্ধারিত সময়সীমা দেওয়া হলেও চিনের সাংবাদিকদের ক্ষেত্রে সেই নিয়ম থাকছে না বলে জানিয়েছেন।সাধারণভাবে বাইরের দেশের সাংবাদিকদের সময়সীমা ২৪০ দিনের মধ্যে সীমাবদ্ধ করা হয়। একই সময়ের মধ্যে ভিসা এক্সটেনশনও হয়। তবে শুক্রবার জারি করা ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তি অনুসারে চিন থেকে আসা সাংবাদিকদের আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা আই ভিসা দেয়া হবে মাত্র ৯০ দিনের জন্য।চিন বা হংকংয়ের দ্বারা প্রদত্ত পাসপোর্টে ভ্রমণকারী বিদেশী নাগরিকদের আই ভিসা দেওয়া হবে। যা সাধারণত বিদেশী সাংবাদিকের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তবে ম্যাকাউয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে আসা ব্যক্তিদের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হবে।