সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজকের মতো রেহাই দীপিকার।
নিউস বেঙ্গল 365, মুম্বাই: এনসিবির থেকে আগেই 25 তারিখের পরিবর্তে 26 সেপ্টেম্বর আসবেন বলে অনুমতি আদায় করে নিয়েছিলেন। সেইমতো শকুন বাত্রার ছবির শুটিং মাঝপথে ছেড়েই গোয়া থেকে 24 সেপ্টেম্বর রাতেই মুম্বাই ফিরে আসেন দীপিকা পাড়ুকোন ।25 তারিখ সারাদিন প্রভাদেবি বিয়ুমন্দে এপার্টমেন্টএ স্বামী রনবিরের সঙ্গে কাটান। আজ ভোর 3.30 মিনিটে মুম্বাইয়ে একটি পাঁচতারা হোটেলে স্বামীকে নিয়ে চলে আসেন। সেখানেই উপস্থিত হন শহরের নামি তিন আইনজীবী।ঘন্টাখানেক কথা বলার পর আইনজীবীরা বেরিয়ে যান।মাদককান্ডে এনসিবি সমন পাঠিয়ে সকাল 10 টায় ডেকে পাঠালেও দীপিকা ঠিক 9 টা 50 মিনিটে পৌঁছে যান দপ্তরে। পরনে ধূসর সালোয়ার কামিজ, মুখে মাস্ক পরে হুইন্ডাই ক্রেটা গাড়ি থেকে নেমে এনসিবি দপ্তরে ঢোকার আগে বাইরের দিকে তাকিয়ে দেখেন। তারপরই তিনি সোজা ভিতরে চলে যান।সূত্রে খবর, ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রার নেতৃত্বে এক মহিলা অফিসার সহ এনসিবির 5 জন সিনিয়র অফিসার দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে তাঁর ড্রাগ চ্যাট নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ঠিক 3.30 মিনিটে দীপিকা পাড়ুকোনকে সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। সূত্র অনুযায়ী জানা গেছে, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো দীপিকার উত্তরে সন্তুষ্ট নয় বলে খবর। আগামীকাল আবার তাকে ডাকা হয়েছে। 3.50 মিনিটে দীপিকা এনসিবি দপ্তর থেকে বেরিয়ে যান।অন্যদিকে সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকে 11 টায় সময় দিলেও তাঁরা অনুরোধ করে তাদের জন্য সাড়ে বারোটায় সময় নির্ধারিত হয়। 11.50 মিনিটে শ্রদ্ধা কাপুর জুহু বিচের বাড়ি থেকে বেরিয়ে সোজা এনসিবি অফিসে পৌঁছে যান। অন্যদিকে মিনিটে বান্দ্রা ওয়েস্ট ফরচুন হাইট থেকে বেরিয়ে মিনিটে এনসিবি দপ্তরে পৌঁছান সারা আলী খান।উল্লেখ্য, করণ জোহরের ধৰ্মা প্রোডাকশন এর ম্যানেজার ক্ষিতিজ রবি প্রসাদকে এনসিবি মাদককান্ডে গ্রেফতার করেছে। যদিও করণ জোহর এই মুহূর্তে গোয়ায় রয়েছেন বলে জানা গেছে।