সাসপেন্ড না ওঠা পর্যন্ত সংসদের বাইরেই ধর্নায় ৮ সাংসদ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: কৃষি বিল নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে এবার “রাস্তায়” সাসপেন্ড হওয়া ৮ সাংসদ। রবিবার রাজ্যসভায় কৃষি বিলের বিরোধিতা করেন এই ৮ সাংসদ। ওয়েলে নেমে শ্লোগান দেওয়ার পাশাপাশি অভিযোগ, ডেপুটি চেয়ারম্যান হরিবংশের পোরডিয়ামে রাখা মাইক খুলে ফেলার চেস্টা করেন তারা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রাযানের বিরুদ্ধে অভিযোগ, ডেপুটি চেয়ারম্যানের দিকে রুল বুক ছুড়ে ফেলার। এই ঘটনার কারণেই সোমবার ডেরেক সহ তৃণমূল,কংগ্রেস,আপ ও সিপিএমের ৮ সংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সাসপেনশনের প্রতিবাদে ও কৃষি বিল বাতিলের দাবীতে সোমবার রাত থেকে সংসদের গান্ধী মূর্তির পাশে অবস্থান শুরু করেছেন সাসপেন্ড হওয়া ৮ সাংসদ। মঙ্গলবার ওই সাংসদের সঙ্গে দেখা করতে আসেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। যদিও তাদের দাবী থেকে না সরে অনির্দিষ্ট কালের জন্য এই অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাসপেন্ড হওয়া ৮ সাংসদ।