কেন্দ্রীয় সরকার গরিবদের জন্য চাল পাঠিয়েছে, কিন্তু তৃণমূল তা বেচে দিয়েছে: লকেট চট্টোপাধ্যায়
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় উল্লেখ করেন উনবিংশ শতকে বিবেকানন্দের কথা। তিনি বলেন, সেই সময় প্লেগ হয়েছিল কলকাতায়। বিবেকাননন্দ চিৎকার করে বলেছিলেন, কোনও ধর্ম নয়, একটাই ধর্ম, সেবা। মহামারীর সময় নিবেদিতাকে বললেন, তাঁকেও ঝাঁপিয়ে পড়তে হবে। কোন রাজনীতি নয়, কোন ধর্মনীতি নয়, শুধু মনুষ্যনীতি। লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে দেশব্যাপী লকডাউনের কথা ঘোষণা করে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছিলেন। সেই সময় যেখানে পিপিই আমদানি করা হত, এখন ভারত পিপিই তৈরিতে বিশ্বে দ্বিতীয় দেশ। সংসদে নিজের ভাষণে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন লকেট। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গরিবদের জন্য চাল পাঠিয়েছে। কিন্তু তৃণমূল তা বেচে দিয়েছে। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রেশন চুরি করেছে তৃণমূল আর খাদ্য সচিবকে সরানো হয়েছে। তিনি বলেন, চাল চোর তৃণমূল স্লোগানেই সাধারণ মানুষ তৃণমূল সরকারকে ২০২১-এ সরাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে লকেট বলেন, রাজ্যে যাওয়া শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা স্পেশাল বলে অভিহিত করেছিলেন। এছাড়াও রাজ্য সরকার তথ্য না দেওয়ায় পরিযায়ী শ্রমিকরা কেন্দ্রের সাহায্য পায়নি বলেও তিনি অভিযোগ করেন। পরিশেষে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়’ কবিতা বলে তার বক্তব্য শেষ করেন।