দিল্লির মনোনীত রাষ্ট্রদূতের ভিসার আবেদন নাকচ করলো ইসলামাবাদ।

নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: লাদাখে ইন্দো চীন সীমান্তে উত্তেজনার পরিস্থিথি কমার কোনো লক্ষন এখনো পর্যন্ত দেখা যায় নি। অন্যদিকে চীনের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান সদা ব্যাস্ত কিভাবে ভারতকে বিব্রত, ব্যাতিব্যাস্ত করে রাখা যায়। বিশ্বের দরবারে বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নিজেদের মুখ পুড়িয়েছে পাকিস্তান। তবুও হাল ছাড়েনি পাকিস্তান, এবার নতুন ফন্দি এঁটেছে তারা। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের 1995 ব্যাচের অফিসার জয়ন্ত খোবড়াগাড়েকে পাকিস্তানে ভারতের নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের ভিসার আবেদন খারিজ করে দিয়েছে ইমরান সরকার। খোবড়াগাড়ের ভিসার আবেদন খারিজ করার পর এক অদ্ভুত হাস্যকর যুক্তি দাঁড় করিয়েছে পাকিস্তান। ইমরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় মিশন চালানোর পক্ষে জয়ন্ত খোবড়াগাড়ের বয়স অনেকটাই বেশি। এত বয়স্ক মানুষকে তারা ভারতের রাষ্ট্রদূত হিসাবে পাকিস্তানে চায় না বলে জানিয়েছে ইসলামাবাদ। উল্লেখ্য, ১৯৯৫ ব্যাচের আইএফএস অফিসার জয়ন্ত খোবড়াগাড়ে এর আগে , রাশিয়া , কাজাখস্তান, স্পেনে কর্মরত ছিলেন। পাকিস্তানেও একটা সময় তিনি কাটিয়েছিলেন। সেই কারণেই খোবড়াগাড়েকে নিয়ে ইসলামাবাদ কিছুটা ভীত বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনোরকম আপস করতে রাজি নয়। সূত্রের দাবি, ইসলামাবাদের এমন পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার কড়া মনোভাব নিয়েছে। ভারতের দাবি, দিল্লি কাকে কোন পদে রাখবে বা কাকে কোথায় রাষ্ট্রদূত করে পাঠাবে, তার সিদ্ধান্ত পাকিস্তান ঠিক করে দিতে পারে না।