দেশ
সালমান খান সমেত সাতজনকে মুজাফ্ফরপুর জেলা আদালতে হাজিরার নির্দেশ।

নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: সুশান্ত সিং মৃত্যু মামলায় সালমান খান সমেত সাতজন বলিউড তারকাকে আগামী 7ই অক্টোবরের মধ্যে মুজাফ্ফরপুর জেলা আদালতে হাজিরার নির্দেশ দিল জেলা আদালত। মুজাফ্ফরপুর জেলা আদালতের আইনজীবি সুধীর ওঝা, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা ভানশালী, আদিত্য চোপড়া এবং একতা কাপুর সহ সাতজনকে দায়ী করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306, 594 এবং 506 ধারায় মুজাফ্ফরপুর আদালতে মামলা দায়ের করেন।