পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে গ্রেফতার ৯ জন আল-কায়দা জঙ্গি।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে গ্রেফতার হয়েছে ৯ জন আল-কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, একধিকবার একাধিক জায়গায় তল্লাশি অভিযানের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে মোট ৯ জন আল-কায়দা জঙ্গিকে। এই ৯ জঙ্গিই একটি নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল।
এনআইএ-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে অনেকদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে আল-কায়দার এই ইন্টার স্টেট মডিউলে অপারেটিভদের উপর নজর রেখেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। পশ্চিমবঙ্গ এবং কেরলের একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ-র স্পেশ্যাল টিম। অবশেষে মুর্শিদাবাদ এবং এর্নাকুলাম থেকে গ্রেফতার হয়েছে ৯ জন। এরা কোন কোন জায়গায় কীভাবে নাশকতার ছক কষেছিল তা জানার চেষ্টা করেছে এনআইএ। আজ শনিবার সকালে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় ৬ আল-কায়দা জঙ্গিকে। এছাড়াও কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কার্যত এই ৯ জঙ্গিকে ট্রেনিং দিত পাকিস্তানে থাকা আলি-কায়দার মাথারা। নির্দেশ ছিল ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা করানোর। নিশানায় ছিল রাজধানী শহর দিল্লি এবং সংলগ্ন এলাকাও। ধৃতদের থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, নকশা, জিহাদি বই, ধারালো অস্ত্র, দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বানানোর বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর এনআইএ জানিয়েছে, জঙ্গি হামলার জন্য টাকাপয়সা জোগাড় করছিল এই ৯ জঙ্গি। সম্প্রতি দিল্লি যাওয়ার কথাও ছিল তাদের। উদ্দেশ্য ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্রশস্ত্র জোগাড় করার। যে ৯ জঙ্গি আজ গ্রেফতার করা হয়েছে তারা হল মুরশিদ হাসান, ইয়াকুব বিশ্বাস, মোশারফ হোসেন, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কমল এবং আতিতুর থমান। এদের সকলকেই আজ আদালতে পেশ করে তাদের পুলিশই হেফাজতে নেবার জন্য আবেদন জানানো হবে।