উদ্ধোধন হওয়ার আগেই ভেসে গেল সেই ব্রিজ।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- বিহারের কিষাণগঞ্জ জেলার গোবাবাড়িতে কঙ্কই নদীর উপর গত বছর সেপ্টেম্বর মাসে ১.৪১ কোটি টাকা খরচ করে এই ব্রিজ নির্মাণ করা শুরু হয়েছিল। সময়ের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজও শেষ হয়ে যায়। কিন্তু উদ্ধোধন হওয়ার আগেই ভেসে গেল সেই ব্রিজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্রিজটি তৈরি করতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ব্রিজটি কিষাণগঞ্জের গোবাবাড়ি ও কুন্দেলির মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য নির্মাণ হয়েছিল।
প্রবল বৃষ্টির ফলে গত এক মাস ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে কঙ্কই নদী। ব্রিজ রক্ষার বিষয়ে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। ব্রিজের দু কিলোমিটার দূরেই কাঁচা রাস্তা। কাঁচা রাস্তার জন্যই সব থেকে বেশি পাড় ভাঙতে শুরু করেছিল। বহুবার কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার দাবি জানিয়েছিল স্থানীয়রা। স্থানীয়দের দাবি ওই কাঁচা রাস্তা পাকা করে দিলে এইভাবে হয়তো ব্রিজটি ভেঙে পড়ত না।