কঙ্কনা কে “অসুস্থ” বলে কটাক্ষ স্বরা ভাস্করের।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক। মুম্বই: রাজ্যসভায় বক্তব্য রাখার পর কঙ্গনা রানাউত এর তোপের মুখে পড়েন সমাজবাদী পার্টির রাজ্য সভার সাংসদ জয়া বচ্চন। আর এই ঘটনা নিয়ে এবার কঙ্কনা কে “অসুস্থ” বলে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি মনে করছেন, কঙ্গনা অসুস্থ, নাহলে ছবির জগতের একজন সিনিয়র অভিনেত্রীর উদ্দেশে এমন মন্তব্য করতে পারতেন না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের ড্রাগ-যোগ নিয়ে অভিনেতাদের বিরুদ্ধে আঙুল উঠেছে। এই নিয়েই দিনকয়েক আগে মন্তব্য করেন কঙ্গনা। সেইসঙ্গে দাবি করেন, বলিউডের ৯০ শতাংশ মানুষ মাদকের নেশায় আচ্ছন্ন। সে বিষয়েই সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় বলেন, ‘ছবির জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় বিশ্রী ভাষায় আক্রমণ করা হচ্ছে। যাঁরা এখানে নাম করেছেন, উপার্জন করেছেন তাঁরাই এখন বলছেন, বলিউড নোংরা। আমি আশা করব, এইসব লোকজনকে এমন ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’ জয়াকে পাল্টা জবাব দিতে গিয়ে কঙ্গনা টেনে আনেন অভিষেক-শ্বেতাকেও। কঙ্গনার ট্যুইটের পর স্বরা পাল্টা ট্যুইট করেন, ‘কঙ্গনা তুমি অসুস্থ। নইলে এমন লজ্জাকর মন্তব্য করতে পারতে না। দয়া করে এবার থামো। তোমার মন নোংরা। কথাগুলো নিজের মধ্যেই রাখ, একান্ত না পারলে আমাকে গালি দিতে পার। আমি তোমার প্রলাপ বকা শুনতে রাজি। কিন্তু জানো তো প্রবীণদের সম্মান দেওয়া ভারতীয় সভ্যতার অঙ্গ’।